আর্টিকেলস (৫০)

আরবি দলিল + ২–৩ লাইনের সারাংশ।

১) তাওহীদ: এক আল্লাহর ইবাদত

﴿وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ﴾

ইবাদত, দোয়া, ভালোবাসা, ভয়—সব শুধু আল্লাহর জন্য হওয়া একান্ত অপরিহার্য। শির্ক মুক্ত আকিদাই নাজাতের পথ।

ইসরা ২৩

২) সুন্নাহ অনুসরণের আবশ্যকতা

«عَلَيْكُمْ بِسُنَّتِي»

রাসূল ﷺ এর সুন্নাহই কুরআনের বাস্তব ব্যাখ্যা। দীন বুঝতে ও আমলে সুন্নাহ মানা আবশ্যক।

তিরমিজি

৩) সালাত: দ্বীনের স্তম্ভ

﴿وَأَقِيمُوا الصَّلَاةَ﴾

সালাত দীনকে প্রতিষ্ঠা করে; সময়মতো, খুশু–খুযু নিয়ে পড়া ঈমানের প্রাণ।

কুরআন ও হাদিস

৪) যাকাত: সম্পদের পবিত্রতা

﴿خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً﴾

নিসাবপূর্ণ সম্পদে নির্ধারিত অংশ আদায় করলে সম্পদ পবিত্র হয় এবং দরিদ্রের হক পূরণ হয়।

তাওবা ১০৩

৫) রোজা ও তাকওয়া

﴿لَعَلَّكُمْ تَتَّقُونَ﴾

রোজা কেবল ক্ষুধা–তৃষ্ণা নয়; জিহ্বা, দৃষ্টি ও আচরণ সংযম করে তাকওয়া অর্জনের পথ।

বাকারাহ ১৮৩

৬) হজ: ইবরাহিমি মিল্লাতের শিক্ষা

﴿حِجُّ الْبَيْتِ﴾

সামর্থ্যবানদের জন্য জীবনে একবার ফরজ; ত্যাগ, একতা ও তাকওয়ার মহান পাঠ।

আলে-ইমরান ৯৭

৭) আল্লাহর স্মরণ ও প্রশান্তি

﴿أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ﴾

জিকির, তিলাওয়াত, দোয়া—হৃদয়কে মুমিনসুলভ প্রশান্তি দেয়; গাফিলতিতে অশান্তি বাড়ে।

রা’দ ২৮

৮) কদর রাতের ফজিলত

﴿لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ﴾

এক রাতের ইবাদত ৮৩ বছরেরও বেশি—মাগফিরাত ও নাজাতের সুবর্ণ সুযোগ।

সূরা আল-কদর

৯) রিবা (সুদ) থেকে মুক্ত অর্থনীতি

﴿وَحَرَّمَ الرِّبَا﴾

রিবা সমাজে জুলুম ও বঞ্চনা বাড়ায়; হালাল বাণিজ্য ও শরিয়াহভিত্তিক ফাইন্যান্স ন্যায্য সমাধান।

বাকারাহ ২৭৫

১০) সত্যবাদিতা ও আমানতদারি

«إنَّ الصدقَ يهدي إلى البرِّ»

সত্য মানুষকে সৎকর্মে নিয়ে যায়; আমানত রক্ষা সমাজে আস্থা গড়ে।

বুখারি/মুসলিম

১১) পর্দা ও লজ্জাশীলতা

﴿وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ﴾

লজ্জাশীলতা ঈমানের শাখা; কুরআনী পর্দা সামাজিক পবিত্রতা রক্ষা করে।

নূর ৩১

১২) কুরআন—হেদায়াতের বই

﴿هُدًى لِّلْمُتَّقِينَ﴾

তিলাওয়াত, তাদাব্বুর, তিলাওয়াতানুসারে আমল—জীবন বদলায়।

বাকারাহ ২

১৩) দোয়ার আদব

«ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً»

দোয়া বিনয়, আশা ও ভয় মিশ্রিত; হালাল রিযিক দোয়া কবুলে সহায়।

আরাফ ৫৫

১৪) ন্যায়বিচার সর্বত্র

﴿ٱعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى﴾

আদালতে, ব্যবসায়, পরিবারে—সবখানেই ন্যায় স্থাপন করা তাকওয়ার নিকটতর।

মায়েদা ৮

১৫) গীবত ও অপবাদ

﴿وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا﴾

গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার মত; সমাজে ঘৃণা ছড়ায়—কঠোরভাবে বর্জনীয়।

হুজুরাত ১২

১৬) পিতামাতার হক

﴿وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا﴾

মাতাপিতার প্রতি কৃতজ্ঞতা ও সদাচরণ জান্নাতের পথ সহজ করে।

ইসরা ২৩

১৭) আত্মীয়তা রক্ষা

«فَلْيَصِلْ رَحِمَهُ»

রিযিকের প্রসার ও আয়ুর বরকতের উপায়—আত্মীয়তার সম্পর্ক জোরদার করা।

বুখারি

১৮) জ্ঞান অর্জনের ফজিলত

«مَن سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا…»

উপকারী জ্ঞান অর্জন ফজিলতপূর্ণ; নিয়ত ও আদব ঠিক রাখা জরুরি।

মুসলিম

১৯) সহনশীলতা ও রাগ নিয়ন্ত্রণ

«لا تَغْضَبْ»

রাগ সংযম ইমানের সৌন্দর্য; অযু, আসন পরিবর্তন, নীরব থাকা—উপযোগী সুন্নাহ।

বুখারি

২০) সত্যবাদিতা বনাম মিথ্যা

«إنَّ الكذبَ يهدي إلى الفجورِ»

মিথ্যা পাপের দিকে ধাবিত করে; সত্যই নাজাতের পথ।

বুখারি/মুসলিম

২১) নাফল আমল ও ইখলাস

«وما تقرَّب إليَّ عبدي بشيءٍ أحبَّ إليَّ مما افترضتُه…»

ফরজ পরে নাফল দ্বারা নৈকট্য বৃদ্ধি পায়; ইখলাস থাকলে আমল গ্রহণযোগ্য।

বুখারি

২২) হালাল রিযিক ও দোয়া

«إنَّ اللهَ طيِّبٌ لا يقبلُ إلا طيِّبًا»

হালাল উপার্জন দোয়া কবুলের মৌলিক শর্ত; হারাম রিযিক আধ্যাত্মিকতা নষ্ট করে।

মুসলিম

২৩) আমানত ও চুক্তি

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ﴾

চুক্তি ও দায়িত্বপালন সামাজিক আস্থার ভিত্তি।

মায়েদা ১

২৪) প্রতিবেশীর হক

«ما زال جبريلُ يوصيني بالجارِ…»

প্রতিবেশীর সাথে সদাচরণ ঈমানের অংশ; কষ্ট দেওয়া হারাম।

বুখারি

২৫) অনাথের অধিকার

﴿فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ﴾

অনাথের সম্পদ ও অধিকার রক্ষা করা ইমানদার সমাজের দায়িত্ব।

দুহা ৯

২৬) দান-সদকা ও বরকত

«ما نقص مالٌ من صدقةٍ»

দান করলে সম্পদ কমে না, বরং বরকত বাড়ে—গোপনে দান উত্তম।

মুসলিম

২৭) হারাম খাদ্য থেকে বিরত

﴿حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ﴾

হারাম খাদ্য আত্মিক ও শারীরিক ক্ষতির কারণ—বর্জনীয়।

মায়েদা ৩; বাকারাহ ১৭৩

২৮) তাকওয়া ও সফলতা

﴿وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا﴾

তাকওয়া দুনিয়া–আখেরাতে মুক্তির পথ উন্মোচন করে; রিযিকও দেয় অপ্রত্যাশিত দিক থেকে।

তালাক ২-৩

২৯) দুনিয়া বনাম আখেরাত

﴿وَمَا الْحَيَاةُ الدُّنْيَا ইলَّا مَتَاعُ الْغُرُورِ﴾

দুনিয়া প্রতারক ভোগ; আখেরাতই স্থায়ী—সেই প্রস্তুতি জরুরি।

আলে-ইমরান ১৮৫

৩০) শেষ নবী ﷺ-কে ভালোবাসা

«لا يؤمنُ أحدُكم حتى أكونَ أحبَّ إليه…»

রাসূল ﷺ-কে সর্বাধিক ভালোবাসা—ঈমানের পরিপূর্ণতার শর্ত।

বুখারি

৩১) কুরআন-সুন্নাহর ঐক্য

﴿وَاعْتَصِمُوا بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًا﴾

আল্লাহর রশি (কুরআন) আঁকড়ে ঐক্য—বিভাজন নয়।

আলে-ইমরান ১০৩

৩২) আল্লাহর পথে ব্যয়

﴿مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ…﴾

সাতশ গুণ পর্যন্ত প্রতিদান—নিয়ত হতে হবে খাঁটি।

বাকারাহ ২৬১

৩৩) সৎ উপদেশ (নসিহাহ)

«الدِّينُ النَّصِيحَةُ»

আল্লাহ, কিতাব, রাসূল, মুসলিম নেতৃবৃন্দ ও সাধারণ মুসলিমদের প্রতি সদুপদেশ—দীনের অংশ।

মুসলিম

৩৪) সহনশীলতা ও ক্ষমাশীলতা

﴿وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا﴾

ক্ষমা করলে আল্লাহও ক্ষমা করেন—সমাজে মহব্বত বাড়ে।

নূর ২২

৩৫) আমল গ্রহণযোগ্যতার শর্ত

﴿لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا﴾

ইখলাস ও সুন্নাহ অনুযায়ী আমলই গ্রহণযোগ্য।

হুদ ৭ (মর্মার্থ)

৩৬) পবিত্রতা (তাহারাত)

«الطُّهُورُ شَطْرُ الإِيمَانِ»

অজু/গোসল/পোশাক-পবিত্রতা ইবাদতের পূর্বশর্ত; পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।

মুসলিম

৩৭) কবর জিয়ারত

«فَزُورُوهَا»

মৃত্যুচিন্তা জাগে; দুনিয়ার লোভ কমে—সুন্নত জিয়ারত।

মুসলিম

৩৮) কাজ ও ইবাদতের সমন্বয়

﴿هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ ذَلُولًا﴾

হালাল রুজি অন্বেষণও ইবাদত—নিয়ত ঠিক হলে।

মুল্‌ক ১৫

৩৯) সন্তান প্রতিপালন

﴿قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا﴾

তাদের আকিদা–আখলাক–ইবাদতে শিক্ষিত করা অভিভাবকের দায়িত্ব।

তাহরিম ৬

৪০) নফস ও শয়তানে জিহাদ

﴿إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ﴾

আত্মশুদ্ধি, জিকির, সৎসঙ্গ—পাপপ্রবণ নফস দমন করার উপায়।

ইউসুফ ৫৩

৪১) সময়ের হক

﴿وَالْعَصْرِ﴾

সময় নষ্ট করা ক্ষতি; ঈমান, সৎকর্ম, হক ও সবরের দাওয়াতই সফলতার পথ।

আসর (সুরা)

৪২) হারাম দৃষ্টি থেকে সংযম

﴿قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ﴾

দৃষ্টির হিফাজত ব্যভিচারের পথ রুদ্ধ করে; অন্তর পবিত্র থাকে।

নূর ৩০

৪৩) হাসিমুখ ও ভালো আচরণ

«تبسُّمُك في وجهِ أخيكَ صدقةٌ»

সামান্য হাসিমুখও সদকা—সম্পর্কে উষ্ণতা আনে।

তিরমিজি

৪৪) ভ্রাতৃত্ব ও ঐক্য

﴿إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ﴾

মুমিনগণ পরস্পর ভাই—কলহ নয়, মিলন ও সহমর্মিতা।

হুজুরাত ১০

৪৫) অপচয় বর্জন ও সংযম

﴿وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا﴾

অতিরিক্ত অপচয় ও প্রদর্শন বর্জনীয়; পরিচ্ছন্নতা ও সংযম প্রশংসনীয়।

ইসরা ২৬-২৭

৪৬) মজুরের হক

«أعطوا الأجيرَ أجرَه قبلَ أن يَجِفَّ عرَقُه»

মজুরের প্রাপ্য সময়মতো দেওয়া; শোষণ কঠোরভাবে নিষিদ্ধ।

ইবন মাজাহ

৪৭) হিকমতের সাথে দাওয়াহ

﴿ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ﴾

হিকমত, সুন্দর উপদেশ ও উত্তমভাবে বিতর্ক—দাওয়াহর মূলনীতি।

নাহল ১২৫

৪৮) অসুস্থদের খোঁজখবর

«عودوا المريضَ»

রোগীর পাশে থাকা—রহমত ও দোয়া লাভের অনন্য সুযোগ।

বুখারি

৪৯) মৃত্যুস্মরণ ও প্রস্তুতি

«أكثروا من ذكرِ هادمِ اللذّاتِ»

মৃত্যুস্মরণ পাপ থেকে দূরে রাখে, আমলে আন্তরিকতা আনে।

তিরমিজি

৫০) আল্লাহভীতি ও গোপন আমল

﴿يَعْلَمُ خَائِنَةَ الأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ﴾

আল্লাহ সব গোপন জানেন—রিয়া নয়, কেবল তাঁর সন্তুষ্টির জন্য আমল করুন।

গাফির ১৯