আবেদনের শর্ত:

প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে এবং বয়স সর্বনিম্ন ১৭ হতে হবে।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র দুই ধরনের: কিছু আছে আরবিতে অনুবাদ করা আবশ্যক এবং কিছু কাগজপত্র আরবিতে অনুবাদ করার প্রয়োজন নেই।

যে সমস্ত কাগজপত্র আরবিতে অনুবাদ করা আবশ্যক:

১. জন্ম সনদ।
২. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৩. মেডিকেল সার্টিফিকেট।
৪. সানাবিয়া/আলিম/এইচএসসি সার্টিফিকেট ও মার্কশীট।
৫. শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্র।
৬. তাযকিয়া তথা রিকমেন্ডেশন লেটার।
বি. দ্র.: যাদের মূল কাগজপত্র আরবি রয়েছে, তাদের কাগজপত্র আরবি অনুবাদ করার কোন প্রয়োজন নেই।

যে সমস্ত কাগজপত্র আরবিতে অনুবাদ করা আবশ্যক না:

১. পাসপোর্ট।
২. পিতা ও মাতার এনআইডি কার্ড।
৩. ব্যক্তিগত পাসপোর্ট সাইজের ছবি ।


এছাড়াও অতিরিক্ত হিসেবে বিভিন্ন সার্টিফিকেট এড করা যায়। যেমন:

১. আরবী ভাষা কোর্সের সার্টিফিকেট।
২. হিফজুল কুরআন সার্টিফিকেট।
৩. হিফজুল মুতুন বা যেকোনো কোর্সের সার্টিফিকেট।

সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:

আমাদের সেবা সমূহ:

আমরা বাংলাদেশে অবস্থানরত ছাত্রদেরকে সরাসরি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের সেবা ও দিক নির্দেশনা দিয়ে থাকি। যাতে করে তারা সঠিক গাইডলাইন পেয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারে।

আপনি আমাদের মাধ্যমে ১০০% নির্ভুলভাবে আবেদন করিয়ে নিতে পারবেন। আপনার সব ডকুমেন্ট রেডি থাকলে আপনার আবেদনটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। এছাড়াও বাংলাদেশে আবেদনের জন্য বর্তমানে অনেক আবেদন সেন্টার রয়েছে, তাদের মাধ্যমেও করাতে পারেন অথবা নিজেই নিজের আবেদন করতে পারেন। নির্ভুল হলেই চলবে।


আমাদের মাধ্যমে আবেদন করাতে এখানে আপনার তথ্য আপলোড করুন:

নিচের বাটনে ক্লিক করুন

Click here